রামু থানার ওসির"পারদর্শিতা"এক লক্ষ ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক!
মতিউল ইসলাম (কক্সবাজার)
সম্প্রতি সময়ে জেলায় মাদক ব্যবসায়ীরা আবারো সক্রিয় হয়ে উঠেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা কে বাস্তবায়ন করতে।বৃষ্টিতে ভিজে রোদে পোড়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, জেলার শ্রেষ্ঠ পুরষ্কৃত ওসি মো: আরিফ হোসেন।
তারি অংশ হিসেবে কক্সবাজার রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনার পাড়া পাঞ্জেগানা-সোনাইছড়ি রাস্তা থেকে ১লাখ ৩০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে পুলিশ অবস্থানকালে আবু তাহের নামে এক যুবককে ১লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ একটি কালো রঙের জিক্সার মোটরসাইকেল জব্দ করে রামু থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আবু তাহের (২৫) তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলীর সুলতান আহমদের ছেলে বলে জানা যায়।
আটকের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান পুলিশ।
এই বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফ হোসেনের বক্তব্য নেওয়া হলে তিনি বলেন।
গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থেকে রামু সেনা ক্যান্টনমেন্ট রাস্তা দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হবে বলে একটি গোয়েন্দা তথ্য ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। পরে মাদক সহ ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আগামীতে ও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন, তাদের কোনভাবে আশ্রয় এবং প্রশ্রয় দেওয়া হবে না।
মতামত দিন